![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fb7a7407e-2f5e-42ec-afde-c6ee73396ede%252Fsaraalikhan95_247957926_923564535231196_5166417196129073702_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘বিয়ে করতে ইচ্ছে হলে করুন, ইচ্ছে না হলে করবেন না’
কখনো মালয়েশিয়ায়, কখনো ভারতের গোয়ার সমুদ্রসৈকতে ঘুরতে দেখা গেছে বলিউডের দুই হার্টথ্রব সারা আলী খান ও জাহ্নবী কাপুরকে। সিনেমার ইন্ডাস্ট্রিতে তাঁরা পরস্পর প্রতিদ্বন্দ্বী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বন্ধুত্বের ছবিই বেশি ধরা পড়ে। শুধু জাহ্নবী নন, অনন্যা পান্ডে, রাধিকা মদনও সারার বন্ধু। সাধারণত সমসাময়িক নায়িকাদের সঙ্গে ‘ক্যাট ফাইট’-এর কথা বেশি শোনা যায়; কিন্তু সারা আলী খানের কাছে বন্ধুত্ব সবার আগে।
প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি রাধিকা মদনের সঙ্গে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম। অনন্যার সঙ্গেও দেখা হয়। কয়েক দিন আগে একটি অ্যাওয়ার্ড শোতে আমরা সবকিছু ভুলে গল্পে মেতে উঠেছিলাম। আপনার যদি নিজের প্রতি আস্থা ও বিশ্বাস থাকে, তাহলে সবার সঙ্গেই বন্ধুত্ব করতে পারবেন।’