এক উপজেলায় মুক্তিযুদ্ধের ৪৯৫ স্মৃতিবিজড়িত স্থান, পড়ে আছে অবহেলায়
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক স্থানের কথাই আমাদের অজানা। যেসব স্থান চিহ্নিত হয়েছে সেগুলোও অরক্ষিত। কিছু স্থানে স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক, ভাস্কর্য, বিজয়স্তম্ভ কিংবা নামফলক থাকলেও তা পড়ে আছে অযত্নে-অবহেলায়। এখনও অনেক স্থান চিহ্নিত করা হয়নি কিংবা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় রয়েছে মুক্তিযুদ্ধের ৫০৫টি স্মৃতিস্থান। এর মধ্যে ১০টি সংরক্ষিত। বাকি ৪৯৫টি স্মৃতিস্থান অরক্ষিত। এসব স্থানে স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্টরা।
সম্প্রতি দিনাজপুরে গণহত্যা, বধ্যভূমি ও গণকবর জরিপ করেছেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। তার জরিপ ও গবেষণায় জেলায় ১৮৬৭টি গণহত্যার নিদর্শন তুলে ধরেছেন। যদিও এতদিন সবার জানা ছিল, জেলায় অন্যায়-অত্যাচার-নির্যাতন, গণহত্যা, বধ্যভূমি ও গণকবরের সংখ্যা ৫৫-৫৬টি।