![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/preity-2112210802.jpg)
কলা ঝুলছে প্রীতি জিনতার গাছে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৪:০২
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা করোনাকালে বাড়ির বাগানে কলা গাছ রোপন করেছিলেন। তিন বছর পর কষ্টের ফল মিলল। কলা ঝুলছে প্রীতি জিনতার বাগানের গাছে। প্রীতি ‘ঘরের ক্ষেতের’ ভিডিওতে এক কাঁদি কলা গাছে ঝুলতে দেখা গেছে। প্রীতি বলেন, ‘স্বাস্থ্যকর জীবনযাপন। কলা মিল্কসেক বানাবো। কলা দিয়ে আরও অনেক উপকরণ তৈরি করব।
আমি পুরোটাই কলা দিয়ে করব’। অভিনেত্রী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ঘরের ক্ষেত। বিগত কয়েক মাস ধরে আমরা ঘরেই রয়েছি আমাদের সন্তানদের সঙ্গে। সমস্ত পরিকল্পনা বাতিল করেছি। এই বছরের বেশিরভাগ সময় বাড়িতে আটকে থাকাটা কঠিন ছিল (আইপিএল বায়ো বাবল-ট্রাভেল কোয়ারেন্টাইন ইত্যাদি)। কিন্তু ২০১৯ সালে যেসব গাছপালা রোপণ করেছিলাম, সেগুলোর বেড়ে ওঠা দেখার চেয়ে আনন্দের আর কিছুই ছিল না। আমি খুব উচ্ছসিত হয়ে আপনাদের সকলের সঙ্গে এটা শেয়ার করছি।’