পর্যটন সম্ভাবনাময় পদ্মা সেতু

ঢাকা টাইমস প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১২:৪৯

দেশের সবচেয়ে বড় সুবিশাল সেতুটির নাম পদ্মা সেতু। পদ্মা সেতুটি হওয়ায় যোগাযোগ ব্যবস্থার বিরাট উন্নতি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের। পদ্মা সেতুর কারণে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেই থেমে থাকেনি, হয়েছে অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু দেখতে আগ্রহ ঘিরে ছুটে আসেন দেশ ও দেশের বাইরের হাজার হাজার পর্যটক।


পর্যটকরা পদ্মা সেতুর মনোরম দৃষ্টিনন্দন চিত্র দেখতে ভিড় জমান পদ্মা সেতুর দুই প্রান্তেই। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা পদ্মা সেতু দেখতে গিয়ে থামেন পদ্মা সেতুর টোল প্লাজার কাছে। পদ্মা সেতুর দুই প্রান্তেই সাজানো হয়েছে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যে। সেখানে চোখ গিয়ে আটকে যায় সৌন্দর্যের লীলাভূমিতে।


সেতুটির নিরাপত্তার কথা মাথায় রেখে টোল প্লাজা দিয়ে সেতুর মাঝখানে যেতে চাইলে দেওয়া হয় বাধা। দূর থেকে আসা পর্যটকরা জানান, দেশের সবচেয়ে বড় সুবিশাল পদ্মা সেতুটি দেখতেই আমরা ছুটে এসেছি। দেখে মনে হচ্ছে যেন এখনো স্বপ্ন দেখছি। পদ্মা সেতুটির জন্য মনে হচ্ছে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপ নিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও