প্লাস্টিক ব্যবস্থাপনায় তিন পরিকল্পনা
বাংলাদেশের শহর এলাকায় গত ১৫ বছরে জনপ্রতি প্লাস্টিকের গড় ব্যবহার বেড়েছে ছয় কেজি। ২০০৫ সালে বার্ষিক জনপ্রতি ব্যবহার ছিল তিন কেজি, তা ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ৯ কেজিতে। ২০২০ সালে মাঠ পর্যায়ে করা বিশ্বব্যাংকের বর্জ্য সংরক্ষণ পরামর্শ জরিপে উঠে এসেছে এসব তথ্য। তারা বলছে, করোনার কারণে প্লাস্টিকের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে পিপিই, মাস্ক ও করোনার অন্যান্য সরঞ্জামের ব্যবহারের কারণে।
তবে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারের লক্ষ্যে ও এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বব্যাংকের সহযোগিতায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মপরিকল্পনার কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।