You have reached your daily news limit

Please log in to continue


প্লাস্টিক ব্যবস্থাপনায় তিন পরিকল্পনা

বাংলাদেশের শহর এলাকায় গত ১৫ বছরে জনপ্রতি প্লাস্টিকের গড় ব্যবহার বেড়েছে ছয় কেজি। ২০০৫ সালে বার্ষিক জনপ্রতি ব্যবহার ছিল তিন কেজি, তা ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ৯ কেজিতে। ২০২০ সালে মাঠ পর্যায়ে করা বিশ্বব্যাংকের বর্জ্য সংরক্ষণ পরামর্শ জরিপে উঠে এসেছে এসব তথ্য। তারা বলছে, করোনার কারণে প্লাস্টিকের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে পিপিই, মাস্ক ও করোনার অন্যান্য সরঞ্জামের ব্যবহারের কারণে।

তবে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারের লক্ষ্যে ও এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বব্যাংকের সহযোগিতায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মপরিকল্পনার কথা জানান  পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন