কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবৈধকে বৈধ করার উদ্যোগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৩২

সারা দেশে ইজিবাইক চলাচল বন্ধে ১৫ ডিসেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এই আদেশের পরও দেশের সর্বত্র আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক। কেউই ইজিবাইক বন্ধে ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলছেন, ‘অফিশিয়ালি হাইকোর্টের আদেশ এখনো পাইনি


আদেশের কপি পাওয়ার পর দেখব কী বলা হয়েছে। হাইকোর্টের আদেশ তো মানতে হবে। ইজিবাইক এমনিতেই অবৈধ যান। বিআরটিএ থেকে এসব বাহনের অনুমোদন দেওয়া হয় না।’ এদিকে হাইকোর্টের আদেশের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, ‘এটি সংক্ষিপ্ত আদেশ। কত দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করতে হবে এমন কোনো কিছু উল্লেখ করেননি আদালত। তাই আদেশের লিখিত অনুলিপি বের হতে হবে। দেখতে হবে সেখানে কী বলা আছে। লিখিত আদেশ পাওয়ার পর বাস্তবায়নের বিষয়টি আসবে।’ তা ছাড়া, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও