You have reached your daily news limit

Please log in to continue


আমাদের সে অর্থে সংসারই করা হয়নি: ফারিয়া

বিয়ে বিচ্ছেদের এক বছর পর গত বুধবার (১৫ ডিসেম্বর) রাতে স্বামীর নির্যাতন নিয়ে মুখ খোলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে করা এক পোস্টে তিনি জানান, তাকে শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল। এরপর বিষয়টি অস্বীকার করে পাল্টা পোস্ট করেন ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু। যা বিষয়টিকে কিছুটা ঘোলাটে করে দেয়। সেই পরিস্থিতিতে গতকাল রোববার (১৯ ডিসেম্বর) আবারও পোস্ট করেন ফারিয়া। এবার তিনি লিখেছেন আরও অনেক কথা। তার সেই পোস্টটি ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“এতোদিন পর এই বিষয়টা নিয়ে কথা বলা আমার জন্য বিব্রতকর। কিন্তু এতো সংবাদকর্মী ভাইদের কল, কয়দিন ফোন বন্ধ করে রাখবো? তাই অনিচ্ছা সত্বেও কিছু কথা বলতে হচ্ছে। প্রথমত আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি কিছুটা আবেগের বসে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। শেয়ার করাটা সমস্যা না, সমস্যা হলো আমার পর্দার বাইরের জীবন এতো সাধারণ কিংবা আমার পরিবার এবং চারপাশের মানুষ আমাকে এতোই সাধারণভাবে ট্রিট করে আমি হয়তো বুঝি না যে আমিও সম্ভবত ‘তারকা তালিকায়’ পড়ি এবং আমার একটা কথা নিয়ে আলোচনা হয়! সম্ভবত সে জন্যেই প্রায়ই কিছুটা ব্যক্তিগত কথা লিখে ফেলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন