শীতেও যে গাছগুলোর পাতা ঝরবে না, বেড়ে উঠবে ঘরেই
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮
বাড়ির বারান্দা বা অন্দরমহল সাজিয়ে তুলতে অনেকেই বেছে নেন জীবিত গাছ। যা ঘরের পরিবেশকে ঠাণ্ডা রাখে, সেই সঙ্গে অক্সিজেনও সরবরাহ করে। তবে এরজন্য নিয়মিত গাছের যত্ন নেয়া প্রয়োজন। ব্যসতার কারণে যা অনেকেই পারেন না। তাই না চাইতেও অনেক সময়ই শখ করে কেনা গাছ আর বাঁচানো যায় না। তবে জেনে খুশি হবেন যে, এমন কিছু গাছ রয়েছে, যার খুব বেশি যত্ন বা আলো-পানির প্রয়োজন হয় না।
নিজের মতো দিব্যি বেড়ে ওঠে তারা। চলুন তবে জেনে নেয়া যাক সেই গাছগুলো সম্পর্কে- ক্যাকটাস নানা ধরনের ক্যাকটাস রাখতে পারেন শীতে। একটু রোদ পেলে এই সময়ে অনেক ক্যাকটাসেই নানা রঙের ফুল ফোটে। পিস লিলি এই গাছগুলো দেখতে দারুণ সুন্দর। খুব বেশি জল দিলে সহজেই মরে যায়।
- ট্যাগ:
- লাইফ
- ক্যাকটাস
- গাছের যত্ন
- বারান্দায় বাগান