Nirmala Sitharaman: নীরব মোদী, বিজয় মাল্যর মতো ঋণখেলাপির সম্পদ বিক্রি করে ১৩ হাজার কোটি উদ্ধার: নির্মলা
ঋণখেলাপিদের সম্পদ বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি। সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, নীরব মোদী বা বিজয় মাল্যর মতো ঋণখেলাপিদের বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে ব্যাঙ্কগুলি ১৩১০৯ কোটি টাকা উদ্ধার করেছে। এক প্রশ্নের উত্তরে সীতারামন জানান, গত সাত বছরে অনাদায়ী ঋণ বাবদ পাঁচ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা উদ্ধার করেছে ব্যাঙ্কগুলি।
দেশের বিভিন্ন ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে বেশ কিছু ব্যবসায়ী তথা শিল্পপতির। ওই সমস্ত ঋণখেলাপিদের একাংশ আবার বিদেশে পালিয়ে গিয়েছেন। অন্য দিকে মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় ব্যাঙ্কের আমানতের উপর সুদ কমছে প্রতি বছরই। এর ফলে দেশের মানুষ বিশেষত আমানতের সুদের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত মানুষজনের উদ্বেগ বেড়েছে। এ নিয়ে জনমানসে অসহায়তার পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা।