‘তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা নিতে বাধা নেই’

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ২০:২২

দেশে ইতোমধ্যে যাদের করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর ছয় মাস পার হয়েছে, তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা বেছে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা নিতে কোনও বাধা নেই বলে রবিবার (২০ ডিসেম্বর) জানিয়েছে অধিদফতর। রবিবার (১৯ ডিসেম্বর) সীমিত আকারে দেশে বুস্টার ডোজ কার্যক্রম উদ্বোধন হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়,দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা বেশি দেওয়া হয়েছে। যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে, তাদেরকেও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তাহলে দেশে মিক্স-ম্যাচ টিকার যুগ চলে এলো কিনা প্রশ্নে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন অনুযায়ী, তৃতীয় ডোজের টিকা হিসেবে অন্য যেকোনও টিকা দেওয়া যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও