কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিমলার ‘প্রদর্শনঅযোগ্য’ ছবিই দেখলো ১০ লক্ষবার!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯

সেন্সর বোর্ডে বারবার প্রত্যাখ্যাত হয় নায়িকা সিমলার চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। বোর্ড প্রতিবারই জানিয়েছে, ‘ছবিটি প্রদর্শনযোগ্য নয়’। এরপরই এটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নেয় এর নির্মাতা রুবেল আনুষ। আর মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখবার ছবিটি দেখলো দর্শকরা। গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় এটি। 


প্রথম থেকেই দারুণ সাড়া ফেলেছে বলে দাবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র নির্মাতার। এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ বলেন, ‘আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এত দ্রুত এত ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। আমরা এটি হলে আনতে চেয়েছিলাম; সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম; কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও