কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ওমিক্রন: আজ থেকে কঠোর লকাডাউনে নেদারল্যান্ড

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকরের পথে হাঁটছে দেশটির সরকার। বলা হয়েছে, সংক্রমণ এড়াতে দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমিক্রনের বিস্তার শুরুর পর ডাচদের জন্য এটিই কঠোরতম নিষেধাজ্ঞা হতে চলেছে।

সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিধেষ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। বিশ্বের দেশে দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ পর্যন্ত নতুন এ ভ্যারিয়েন্টটি ৭৭টি দেশে ছড়িয়েছে। করোনার যে কোনো প্রজাতির চেয়ে এটি দ্রুত হারে মানুষকে সংক্রমিত করছে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সব দেশকে সতর্ক হতে বলছেন। এদিকে করোনাভাইরাসের পরিবর্তিত এ রূপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলি বিধিনিষেধ আরও কঠোর করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন