ভারতে থাকতে চাইলে 'ভারত মাতা কি জয়' বলতে হবে!

কালের কণ্ঠ হরিয়ানা প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

আজ ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ে মুসলমানরা তাদের নামাজ আদায়ের সময় স্থানীয় একটি কট্টরপন্থী দলের প্রতিবাদের মুখে পড়ে। এ শহরে গত কয়েক মাস ধরে খোলা জায়গায়, বিশেষ করে সরকারি মালিকানাধীন জমিতে নামাজের বিঘ্ন ঘটছে, প্রতিসপ্তাহে। এ সপ্তাহে শহরের উদ্যোগ বিহার পাড়ায় বাগবিতণ্ডা হয় যখন একদল বিক্ষুব্ধ জনতা প্রার্থনা করতে জড়ো হওয়া মুসলমানদের হয়রানি করে। তারা দাবি করে, মুসলমানরা প্রার্থনার পর 'ভারত মাতা কি জয়' স্লোগান দেবে।


একটি ভিডিওতে দেখা যায়, দুটি দল (যাদের কারো মুখে মাস্ক ছিল না) চূড়ান্ত রকম বাগবিতণ্ডায় লিপ্ত। জাফরান রঙের শাল পরা একজন, মেরুন শার্ট ও উলের টুপি পরা একজন এবং নীল শার্ট পরা একজনকে শোনা যায় মুসলমানদের প্রতি দাবি করছে, বলতে 'ভারত মাতা কি জয়'। মেরুন শার্ট পরা লোকটি চিৎকার করে বলে, আমরা তোমাকে জোর করব...তোমাকে বলতে হবে... তোমাকে বলতে হবে... তোমাকে বলতেই হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও