![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkl-rahul-20211218204338.jpg)
রোহিতের জায়গা নিলেন রাহুল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৩
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন ডানহাতি ওপেনার লোকেশ রাহুল। বিরাট কোহলির ডেপুটি হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হলেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার রোহিত।
সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে টেস্ট দলে জায়গাটাও পাকাপোক্ত হলো রাহুলের। গত দুই বছর ধরে পৃথ্বি শ, শুবমান গিল ও মায়াঙ্ক আগারওয়ালদের কারণে টপঅর্ডারে নিজের জায়গা খুঁজে পাচ্ছিলেন না তিনি। তবে আগস্টে ইংল্যান্ড সফরে ভালো খেলে সেটি আদায় করে নিয়েছেন রাহুল।