জামিনে মুক্তি পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব
তিন মাস আটদিন কারাবাসের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সৈয়দ এহসানুল হুদা বলেন, চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের সব মামলায় জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন। এসময় কারামুক্ত রাজিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।