বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে, কিন্তু সেই অনুষ্ঠানের কোথাও তারা জেনারেল এম এ জি ওসমানীর নাম উচ্চারণ করেনি, জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেনি, তাজউদ্দিন আহমদের নাম উচ্চারণ করেনি।' আজ শনিবার বিকেলে সিলেটে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, 'স্বাধীনতাবিরোধী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়, তারা নতুন প্রজন্মের সামনে একটা ভ্রান্ত-মিথ্যা ইতিহাস তুলে ধরছে।'
তিনি বলেন, 'আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, মুক্ত বাংলাদেশ দেখব, আমার কথাগুলো বলতে পারব, যারা লিখতে চায় লিখতে পারবে, দারিদ্র্য দুর হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।'
'খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন' উল্লেখ করে তিনি বলেন, 'ভালো চিকিৎসার জন্য ডাক্তাররা দেশের বাইরে যেতে বলছেন, তাকে যেতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে বড় বেদনার কী থাকতে পারে?'