শিশুদের ট্রায়ালে আশানুরূপ ফল পায়নি ফাইজার
মার্কিন ভ্যাকসিন তৈরিকারক প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের ওপর করোনা ভ্যাকসিন ট্রায়ালে আশানুরুপ ফল পাওয়া যায়নি। এ কারণে তৃতীয় ডোজ দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।
সিএনএন জানায়, এখন পর্যন্ত শিশুদের ওপর ফাইজারের ভ্যাকসিন ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। তারপরও প্রতিষ্ঠানটি ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৃতীয় ডোজ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ট্রায়ালের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে যথেষ্ঠ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেনি। তবে ২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে তা বেশ কার্যকর।
এ কারণে ফাইজার গতকাল শুক্রবার জানায় যে, তারা তৃতীয় ডোজ যোগ করে আবার শিশুদের ওপর ট্রায়াল পরিচালনা করবে। ফাইজার আরও জানায়, শিশুদের দ্বিতীয় ডোজ গ্রহণের অন্তত ২ মাস পর ৩ মাইক্রোগ্রাম সমপরিমাণের তৃতীয় ডোজ দেওয়ার পর পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে।