![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Oct/1633326406_sachin.jpg)
Sachin Tendulkar: দুর্ঘটনার পরে বন্ধুকে দ্রুত হাসপাতালে নিয়ে যান ট্র্যাফিক পুলিশ, দেখা করলেন সচিন
দুর্ঘটনার পরে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এক ট্র্যাফিক পুলিশ। সেই কারণে প্রাণে বেঁচে যান সচিন তেন্ডুলকরের বন্ধু। যে পুলিশ তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যান, তাঁর সঙ্গে দেখা করলেন সচিন। তাঁকে ধন্যবাদ জানালেন। সেই সঙ্গে সবার জন্য বার্তা দিলেন, এই ধরনের মানুষদের জন্যই পৃথিবীটা এত সুন্দর।
কয়েক দিন আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন সচিনের এক বন্ধু। সঙ্গে সঙ্গে সেখানে কর্তব্যরত এক ট্র্যাফিক পুলিশ তাঁকে উদ্ধার করেন। সময় নষ্ট না করে তিনি একটি অটোতে করে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে ভাল আছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- দুর্ঘটনা
- ট্রাফিক পুলিশ
- শচীন টেন্ডুলকার