পুরোনো দলেই ফিরছেন রশিদ খান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫০
২০২২ সালের টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য নিজের পুরোনো দল সাসেক্সেই ফিরছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। এ নিয়ে সাসেক্সের হয়ে চতুর্থ আসরে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলবেন তিনি। পাকিস্তান সুপার লিগের কারণে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ২০২১ সালের আসরে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার। এর আগে ২০১৮ ও ২০১৯ সালেও একই দলের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলেছেন রশিদ।
বৃহস্পতিবার বিদেশি কোটার খেলোয়াড় হিসেবে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছিল সাসেক্স। এবার রশিদকেও ফিরিয়ে সমর্থকদের ভালো একটি চমক দিলো তারা। এছাড়া দলের তৃতীয় বিদেশি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কোনো ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি খেলাতে পারে টি-টোয়েন্টি ব্লাস্টের দলগুলো। এক্ষেত্রে রিজওয়ানকে ওপেনিং করানোর পরিকল্পনা ছিলো সাসেক্সের।