উটের সৌন্দর্য বাড়াতে যা করে সৌদি আরব
সৌদি আরবের রিয়াদে প্রতিবছর আয়োজন করা হয় উট উৎসবের। প্রয়াত বাদশাহ আবদুল আজিজের নামে আয়োজিত এ উৎসব মূলত সুন্দর উট বাছাইয়ের প্রতিযোগিতা। রিয়াদের উত্তর–পূর্বাঞ্চলীয় একটি মরুভূমিতে আয়োজিত এ উৎসবে পারস্য উপসাগরীয় দেশগুলোর উট ব্যবসায়ীরা যোগ দিয়ে থাকেন। প্রতিযোগিতায় বিজয়ীরা ৬ কোটি ৬০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার পান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে পুরস্কারের অর্থের লোভে অসাধু পথ বেছে নিতে দেখা গেছে উট ব্যবসায়ীদের। সৌন্দর্যবর্ধক ইনজেকশন ও কসমেটিক সার্জারি ব্যবহার করে কৃত্রিম উপায়ে সৌন্দর্য বাড়ানোর পথ বেছে নিচ্ছেন তাঁরা। এমন অবস্থায় সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজকেরা কঠোর পদক্ষেপ নিচ্ছে। কৃত্রিমভাবে উটগুলোর সৌন্দর্য বাড়ানো হচ্ছে কি না, তা নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে তারা। এ ধরনের উট পাওয়া গেলে সেগুলোকে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণার পাশাপাশি তাদের মালিককে জরিমানা করা হচ্ছে।