২০২১ সালে বিশ্বে ৪৬ সাংবাদিক নিহত, কারাবন্দি ৪৮৮: আরএসএফ
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
বর্তমানে সারাবিশ্বে ৪৮৮ জন সাংবাদিক কারাবন্দি আছেন বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
এএফপি জানায়, ২৫ বছরেরও বেশি সময় আগে থেকে গণনা শুরুর পর এ সংখ্যা সর্বোচ্চ।
অপরদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর থেকে সবচেয়ে কম। মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পরিস্থিতি এর একটি কারণ বলে মনে করছে আরএসএফ।
সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াইকারী এনজিওটি এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯৫ সালে বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর থেকে পেশাগত দায়িত্ব পালনের কারণে এত বেশি সংখ্যক সাংবাদিক আটকের নজির নেই।