![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/M9zKbgB/2e95a34ac65d87a1880d56f03e911af2-61b9727b4a081.jpg)
ভারতের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
তিন দিনের সফর শেষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন তাকে বিদায়ী অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ত্যাগের আগে সকালে তিনি ঢাকার রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।