ফের বেড়েছে ডাল, আটা ও মুরগীর দাম

কালের কণ্ঠ কারওয়ান বাজার প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:০১

চালের দাম বেড়েছে মাসখানেক আগেই। আমনের ভরা মৌসুমেও কমার লক্ষণ নেই। নতুন করে কেজিপ্রতি পাঁচ টাকা বেড়েছে মসুর ডালের দাম। সপ্তাহখানেক আগে বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। সার্বিকভাবে এমন সব নিত্যপণ্যের দাম বেড়েছে, যাতে বেশি বিপদে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। এ অবস্থায় ডাল-ভাত আর আলুর ভর্তা খাওয়াও তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, সপ্তাহান্তে পাইকারি বাজারে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে। তাই খুচরাতেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।


বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি ১০ টাকা বেড়ে দাম উঠেছে ১৭০ টাকায়। বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। গত সপ্তাহে ২৬০ টাকার মধ্যে পাওয়া গেলেও গতকাল আকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও