রুম হিটারের দরদাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭
বিদ্যুত বিলের হিসাব করলে এয়ারকন্ডিশনার’য়ের তুলনায় ‘রুম হিটার’য়ের খরচ অনেক কম।
এক হাজার ওয়াটের একটি ‘রুম হিটার’ এক ঘণ্টা চালালে বিদ্যুত খরচ হয় এক ইউনিট।
এই যন্ত্রগুলোর দামদর ও ধরন জানতে কথা হয় গুলিস্তানের বায়তুল মোকাররাম মার্কেটে অবস্থিত ইনসাফ ইলেক্ট্রনিক্স’য়ের কর্ণধার গোলাম রাব্বানিয়ের সঙ্গে।
রাব্বানি বলেন, “সচরাচর এক হাজার থেকে আড়াই হাজার ওয়াট পর্যন্ত রুম হিটার বাজারে বেশি বিক্রি হয়। তবে অনেক রুম হিটার’য়ের প্যাকেটের গায়ে লেখায় থাকে তা কতটুকু আয়তনের ঘর গরম করতে সক্ষম।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে