You have reached your daily news limit

Please log in to continue


জন্মযুদ্ধ, যুদ্ধশিশু ও এক আত্মজার কান্না

২০১৫ সালের ২০ নভেম্বর। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পুরনো ঠিকানায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন একাত্তরের যুদ্ধশিশু শিখার তরুণী কন্যা ক্যাটরিনা।

একাত্তরে বাংলাদেশের জন্মযুদ্ধে একটি অনালোকিত অধ্যায় এই যুদ্ধশিশু। মা-বাবার ভালোবাসার ফসল নয়, পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের যৌন নির্যাতনে তাদের জন্ম।

ক্যাটরিনার মা শিখা তেমনই এক যুদ্ধশিশু। ১৯৭২ সালে তিনি যখন কানাডার উদ্দেশে বাংলাদেশ ছাড়েন, তখন তার বয়স মাত্র ৪ মাস। অতটুকু বয়সের কোনো স্মৃতি কিংবা উপলব্ধি তার স্মরণে থাকার কথা না।

অথচ সেই শিখাই পরবর্তীতে আত্মজা ক্যাটরিনাকে বলেছিলেন, বাংলাদেশকে তিনি তার আত্মায় ধারণ করে আছেন। এখানেই তার শেকড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন