![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fforidpur-1-20211216085447.jpg)
সবচেয়ে বেশি বীর মুক্তিযোদ্ধার বাস যে ইউনিয়নে
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ৬ বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ১০ হাজার ২০৪ জন লোকের বাস। মোট ৯টি গ্রাম নিয়ে ডুমাইন ইউনিয়নটি গঠিত। আরও এই ইউনিয়নেই সবচেয়ে বেশি সংখ্যক বীর মুক্তিযোদ্ধাদের বসবাস।
ইউনিয়নটিতে ১২১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। যা দেশের সর্বোচ্চ। আর কোনো ইউনিয়নে একত্রে এত সংখ্যক বীর মুক্তিযোদ্ধা নেই। তাই দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের ইউনিয়ন হিসেবে রয়েছে সুখ্যাতি, রয়েছে আলাদা পরিচিতি।