![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F3b2d35f6-fd40-44ac-852b-332db54a0208%252Fprothomalo_import_media_2013_12_18_52b1c93ad85b9_Untitled_4.jpg%3Frect%3D0%252C46%252C666%252C350%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Febc47d93-19bc-4069-a224-7bdcb11cfab3%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বিজয় আবেশে তারুণ্যের উত্থান ঘটুক অন্যায়–অবিচারের বিরুদ্ধে
‘বিজয়’ শব্দটি তিনটি অক্ষরে হলেও, শব্দটির পেছনে কত সংগ্রাম, কত ত্যাগ-তিতিক্ষা, কত বেদনা, কত প্রিয়জনের জীবন উৎসর্গ লুকায়িত, তা কেবল উপলব্ধি করার বিষয়। মাঝেমধ্যে আমার কল্পনার রাজ্যে আমি ভাবী, আমি যদি মুক্তিযোদ্ধা হতাম আর নিয়াজির আত্মসমর্পণের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় স্বচক্ষে দেখতাম; কিংবা শহীদ হয়ে বাংলার মাটি–পানি ও বাতাসের সঙ্গে মিশে যদি জন্মভূমির শ্রেষ্ঠ সন্তান হতাম। তখন আমি এই দুনিয়ার স্বর্গতুল্য প্রশান্তি অনুভব করতাম অথবা আমার স্বজনেরা নিজেদের ধন্য মনে করত নিজ পরিবারের এক সদস্যের আত্মত্যাগের কারণে।