![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/apu-bishwas-1-20211215130017.jpg)
অপু বিশ্বাসকে দেখতে আবারও জনস্রোত
ঢালিউড কুইন বলে কথা! যেখানে যাবেন, সেখানে জনস্রোত নামাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য আবারও জনতার ঢল নামতে দেখা গেল। এবারের ঘটনা বন্দরনগরী চট্টগ্রামে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। তখন অবশ্য জানা যায়নি ঠিক কী কারণে তিনি বারো আউলিয়ার শহরে যাচ্ছেন। তবে বুধবার (১৫ ডিসেম্বর) বিষয়টি পরিষ্কার করে দিলেন নায়িকা।
- ট্যাগ:
- বিনোদন
- ঢালিউড তারকা
- জনস্রোত
- অপু বিশ্বাস