পশ্চিমবঙ্গে ৭ বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত
এবার ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ওমিক্রনে আক্রান্ত ছেলের বয়স সাত বছর।
খবরে বলা হয়, সম্প্রতি শিশুটির পরিবার আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে মুর্শিদাবাদে এসেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর আবুধাবি থেকে শিশুটি তার বাবা-মার সঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। হায়দরাবাদে দু দিন থাকার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কলকাতায় ফেরে। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে গতকালই তারা মুর্শিদাবাদের বাড়িতে ফেরে।