পাইলট–সংকটে বিমান
দীর্ঘ বিরতির পর সারা বিশ্বে আকাশপথে চলাচল স্বাভাবিক হয়ে আসছে। ঠিক এই সময়েই পাইল–টসংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটের চাপের বিপরীতে পাইলটের সংখ্যা কম সংস্থাটিতে। পাইলটরা নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে বেশি দায়িত্ব পালন করেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না। প্রায়ই ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানে এখন পাইলট আছেন ১৫৮ জন। ফ্লাইটের সংখ্যা অনুযায়ী প্রয়োজন আরও ৪৩ জন। এর মধ্যে ২৬ জনকে আংশিক প্রশিক্ষণ দিয়ে ছুটিতে রাখা হয়েছে। ১৫ জনের এখনো প্রশিক্ষণ শুরুই হয়নি।