ভিডিও স্টোরি: মূত্রতন্ত্রের ক্যানসারের চিকিৎসা
এনটিভি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩
মূত্রনালিতে ক্যানসার শুরুতেই শনাক্ত করা গেলে নিরাময় সম্ভব। ষাটোর্ধ্ব যে কারও এ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সী নারীদের ঝুঁকি তুলনামূলক বেশি। এ ছাড়া দীর্ঘদিন ধরে মূত্রনালির প্রদাহে ভুগলে এবং ধূমপানের কারণেও এ রোগ হতে পারে।
মূত্রনালিতে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ বোঝা যায় না। পরবর্তী সময়ে কিছু লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবের ধারা চিকন হওয়া ও পরিমাণ কমে যাওয়া, ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা, অজান্তে প্রস্রাব ঝরা, প্রস্রাব করতে কষ্ট হওয়া, ঘন ঘন প্রদাহ, মূত্রনালি থেকে রক্ত ও রস ঝরা এবং মূত্রনালি ফুলে যাওয়া।