ঢাকার সিনেমা নিয়ে ‘রোমাঞ্চিত’ পার্নো মিত্র
‘ডুব’ মুক্তির চার বছর পর বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিতব্য ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসছেন টালিগঞ্জের অভিনেত্রী পার্নো মিত্র। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্নো বলেন, সিনেমাটি নিয়ে তিনি ভীষণ ‘এক্সাইটেড’; এখনও চিত্রনাট্য না পড়লেও গল্প শুনে তিনি মুগ্ধ হয়েছেন। পার্নোর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম; প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা।
১৫ ডিসেম্বর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে সিনেমার দৃশ্যধারণের পরিকল্পনা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানান সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহীন। ১৩ ডিসেম্বর পার্নোর ঢাকায় আসার কথা থাকলেও কলকাতার একটি চলচ্চিত্রের দৃশ্যধারণের কারণে আসতে পারেনি তিনি। টালিগঞ্জের কাজ গুছিয়ে জানুয়ারিতে ‘বিলডাকিনি’র দৃশ্যধারণের অংশ নেওয়ার আশায় আছেন বলে জানান তিনি; ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডুব’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার। অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী।