You have reached your daily news limit

Please log in to continue


ওবায়দুল কাদের শঙ্কামুক্ত: বিএসএমএমইউ ভিসি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘টানা রাজনৈতিক কর্মসূচির কারণে উনি অনেক পরিশ্রম করেছেন। ওনার একটু বিশ্রাম প্রয়োজন।’  আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

২০১৯ সালের মার্চে অসুস্থ হওয়ার পর থেকে ওবায়দুল কাদের নিয়মিত বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা করান জানিয়ে উপাচার্য শরফুদ্দিন আহমেদ বলেন, ‘আজকেও উনি চেকআপে এসেছিলেন। এ সময় আমাদের ১০ জনের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল ওনার পরীক্ষা-নিরীক্ষা করে। তাঁরা বলেছেন, উনি এত বেশি পরিশ্রম করেছেন, তাই ওনার একটু বিশ্রাম নেওয়া দরকার। তাই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ৩১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন