সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার ওসি নিহত
নয়া দিগন্ত
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৪
রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো: শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান মঙ্গলবার বাসস’কে জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো: শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে