অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
রংপুরের পীরগঞ্জে মোকছেদ আলী নামে এক অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যান মোকছেদ আলী। রাতে বাড়িতে ফিরে না আসায় মঙ্গলবার সকালে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে কৈগাড়ী গ্রামের একটি পুকুর পাড়ে একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকার কথা জানতে পারেন তারা। পরে সেখানে গিয়ে তারা মরদেহটি মোকছেদ আলীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে