১০ বছরে কফির দাম সর্বোচ্চ, পূর্ভাবাস দিতে ব্রাজিলে বিশেষজ্ঞরা
দশ বছরে কফির দাম এখন সর্বোচ্চ। ২০২২ সালের ফসলের পরিস্থিতি কেমন হতে যাচ্ছে তা দেখতেই ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে ছুটছেন কমোডিটি ট্রেডিং হাউজের কফি বিশেষজ্ঞরা।
এ বছর সামগ্রিক কৃষি পরিস্থিতি বেশ শোচনীয় ছিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী এ দেশটিতে। সাম্প্রতিক খরা ও এরপর তুষারপাতের পর প্রায় ২০ শতাংশ কফি ফসল নষ্ট হয়ে যায়, এরফলে ঝুঁকিতে পড়েছে ভবিষ্যত উৎপাদনও। এরপরই কফির দাম বাড়তে থাকে। ফসলের প্রকৃত অবস্থা বোঝা যাবে জানুয়ারির শেষদিকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মূল্য বৃদ্ধি
- কফি উৎপাদন