বাংলাদেশ কোচের মনোযোগের কেন্দ্রে এখন ভারত
ভুটানকে উড়িয়ে দিয়ে নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এবার প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন এখন মনোযোগী ভারত ম্যাচ নিয়ে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার।
রাউন্ড রবিন লিগে আগামী শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটান ম্যাচে নিজেদের পরিকল্পনা কাজে লাগায় সেই ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছোটন।“প্রথম থেকেই মেয়েরা চেষ্টা করেছে সুযোগ কাজে লাগানোর। নেপালের বিপক্ষে ম্যাচে হয়নি, পোস্টে লেগে ফিরেছে। আজকে ভাগ্য পক্ষে ছিল, সেদিন ছিল না। ভুটানের বিপক্ষেও আমাদের লক্ষ্য ছিল নিজেদের স্বাভাবিক খেলা খেলার। সেটা মেয়েরা পেরেছে। সুযোগ এসেছে এবং সেগুলো কাজে লাগাতে পেরেছে।”