![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/12/13/og/1623222200.jpg)
রাশিয়ায় স্কুলে ঢুকে ছাত্রের আত্মঘাতি বোমা বিস্ফোরণ!
রাশিয়ার একটি অর্থোডক্স স্কুলের ১৮ বছর বয়সী একজন স্নাতক আজ সোমবার মস্কোর বাইরে একটি কনভেন্টে আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ সময় অন্তত একজন কিশোর আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ১৮ বছর বয়সী স্নাতক ভেডেন্সকি কনভেন্টের অর্থোডক্স জিমনেসিয়ামে প্রবেশ করে এবং আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। বিবৃতিতে আরো বলা হয়, মস্কোর দক্ষিণে সেরপুখভ শহরে এই হামলায় ১৫ বছর বয়সী একজন কিশোরও আহত হয়েছেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই আত্মঘাতি ছাত্র বিস্ফোরণে মারা যায়নি।