আট মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

ঢাকা টাইমস ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৫:২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো সোমবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। সোমবার ডিএসইতে ৩৯ শতাংশ লেনদেন কমে ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। যা ডিএসইতে গত ৮ মাসের মধ্যে লেনদেনের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে সোমবার ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও