You have reached your daily news limit

Please log in to continue


ইন্টারনেটের গতি ফোর–জির চেয়ে কয়েক গুণ বাড়বে ফাইভ–জিতে

রাষ্ট্রীয় মুঠোফোন কোম্পানি টেলিটক গতকাল রোববার দেশে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) নেটওয়ার্ক সেবা চালু করেছে। এই ফাইভ-জি নেটওয়ার্কের বেশির ভাগ বিটিএসের (বেইস ট্রানসিভার স্টেশন) অবকাঠামো ও প্রযুক্তিগত সেবা দিচ্ছে হুয়াওয়ে। আগামী দিনে দেশে ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রমের অবকাঠামো নির্মাণেও ভূমিকা রাখবে হুয়াওয়ে। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) কেভিন স্যু।

কেভিন স্যু বলেন, ফোর-জি ও ফাইভ-জির মধ্যে মূল পার্থক্য ইন্টারনেটের গতির। ফাইভ-জি সেবায় ইন্টারনেটের গতি ফোর-জির চেয়ে কয়েক গুণ বেশি। মুঠোফোন সংযোগদাতা বা অপারেটরের ব্যবহৃত তরঙ্গের (স্পেকট্রাম) ওপর নির্ভর করে এক জিবিপিএসেরও (প্রতি সেকেন্ডে ১ গিগাবিট) বেশি গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। ডেটা আদান-প্রদানের বিলম্বের সময় নেমে আসবে ১০ মিলি সেকেন্ডে। তবে সব স্মার্টফোনে এ প্রযুক্তি কাজ করে না। ফাইভ-জি প্রযুক্তি সমর্থন করে এমন স্মার্টফোন ও যন্ত্রেই কেবল এ সুবিধা পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন