‘মাসুদ রানা’ সিরিজের স্বত্ব শেখ আবদুল হাকিমের, জব্দ থাকবে 'কুয়াশা': হাইকোর্ট

www.tbsnews.net হাইকোর্ট প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:৩৮

সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় 'মাসুদ রানা' সিরিজের বইয়ের লেখক হিসেবে স্বত্ব হারিয়েছেন কাজী আনোয়ার হোসেন।


আজ রোববার হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, মাসুদ রানা সিরিজের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় বরং এর লেখকস্বত্ব শেখ আবদুল হাকিমের।


রায়ে বলা হয়েছে, জব্দ থাকবে কুয়াশা সিরিজের ৫০টি বই।


গত বছরের ২৯ জুলাই শেখ আব্দুল হাকিম 'মাসুদ রানা' সিরিজের ২৬০টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও