স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান: সাম্প্রদায়িক শক্তিগুলো নজরদারিতে

বাংলা ট্রিবিউন পুলিশ সদর দপ্তর প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ২১:৫২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও ভুটানের সাবেক (চতুর্থ) রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুকসহ বিভিন্ন দেশের অতিথিদের অংশগ্রহণের কথা রয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বিদেশি অতিথিরা ঢাকায় আসতে শুরু করবেন। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অতিথিরা।


তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুষ্ঠানেগুলো নির্বিঘ্নে উদযাপনের জন্য রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ নিয়ে একাধিকবার নিজেদের মধ্যে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে একটি ছক তৈরি করেছে।


এবার হেফাজতের পক্ষ থেকে কোনও অতিথিকে নিয়ে ‘আপত্তি’ জানানো হয়নি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, হেফাজত এবার সক্রিয় হবে না। তারপরও উগ্র ও সাম্প্রদায়িক বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও