মুখ ধোয়ার হেলাফেলায় ত্বকের ক্ষতি
বার্তা২৪
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৭:১৭
মুখ ধোয়া আমাদের প্রাত্যহিক কাজ। অনেকটা অভ্যাসের মতো বলা চলে। অধিকাংশ সময়ই এ কাজটি আমরা খুব সহজ ধরে নিয়ে কোনোমতে করে ফেলি। অথচ মুখ ধোয়ারও কিছু নিয়ম আছে। হয়তো কথাটি শুনে অনেকের হাসি পাবে!
কিন্তু বাস্তবতা হলো- সঠিকভাবে মুখ ধোয়া না হলে মারাত্মক ক্ষতি হতে পারে নিজের মুখের ত্বকেরই! নিয়ম মেনে মুখ না ধুলে দেখা দিতে পারে ব্রণের উপদ্রব ও বলিরেখাও। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, মুখ ধোয়ার সঠিক নিয়ম কী!
- ট্যাগ:
- লাইফ
- মুখ ধোয়া
- ত্বকের ক্ষতি
- অযত্ন- অবহেলায়