![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2021/12/12/image-242110.jpg)
শেরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শেরপুরের নকলায় এক অজ্ঞাত (৩০) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীরপাড়ের কাঁচা রাস্তার পাশ থেকে বিবস্ত্র অবস্থায় ওই লাশ উদ্ধার হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নদীর পাড় ঘেঁষে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নকলা থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে রক্ত মাখা একটি রুমাল, ছোট গামছা ও জুতা উদ্ধার করা হয়েছে।