হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম

ঢাকা টাইমস হিলি প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১৪:৩০

বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৪ দিন বাকি। ফলে দিনাজপুরের হিলিতে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।


সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান এমনকি মোটরসাইকেলে উড়ছে লাল-সবুজের পতাকা। পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন দেশের জাতীয় পতাকা।


মৌসুমী পতাকা বিক্রেতা শান্ত ইসলাম জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পতাকা বিক্রি করে ১২/১৫ হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০ টাকা থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও