বাংলাদেশি রাশেদ যেভাবে হয়ে উঠলেন মিস্টার বিন

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১২:৫২

কদিন আগেই দেশের বেসরকারি টেলিভিশনে একটি নাটক প্রচারিত হয়। টয়া ও শাওন অভিনীত ওই নাটকে মিস্টার বিনকে দেখা যায়। অবাক হয়েছিলেন দর্শকেরা, প্রশ্ন তৈরি হয়েছিল মিস্টার বিন কেন দেশীয় নাটকে। ভালো করে খেয়াল করার পর বোঝা যায় মিস্টার বিন চরিত্রে অভিনয় করেছেন যিনি, তিনি বাংলাদেশি এক তরুণ। হুবহু মিস্টার বিন। তরুণের নাম রাশেদ শিকদার।


পাবনা অ্যাডওয়ার্ড কলেজে পড়ুয়া রাশেদ শিকদার পেশায় ম্যাজিশিয়ান। ২০১৪ সালে এসএসসি পাশ করে ঢাকায় চলে আসেন। এখানে সেখানে ম্যাজিক দেখাতেন। ২০১৭ সালে ম্যাজিক দেখানোর সুযোগ ঘটে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে৷ এভাবেই চলছিল রাশেদের জীবন। চেহারায় মিস্টার বিনের ছাপ থাকায় বিভিন্ন জায়গায় কথা শুনতে হতো। সেসব কথাকে বরাবরই নেতিবাচকভাবেই নিতেন। কিন্তু এক সহকর্মী এম রহমান যখন বলে বসেন 'রাশেদ তোমার চেহারা অবিকল মিস্টার বিনের মতো। তুমি এটাকে কাজে লাগাতে পারো।' তখনই চিন্তার সুতা ছেঁড়ে রাশেদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও