![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/05/25/f5139f5f601738b381b2b1c1e848a6e0-60ad359257ed8.jpg)
উইন্ডোজ পিসিতে খেলা যাবে অ্যান্ড্রয়েড গেমস
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ২১:০৪
২০২২ সালের যেকোনো সময় নতুন সুবিধা পেতে যাচ্ছে গুগল ব্যবহারকারী ও গেমাররা। এই নতুন সুবিধায় উইন্ডোজ পিসিতেই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাওয়া যাবে। একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই প্লে গেমস প্ল্যাটফর্মটিকে উইন্ডোজে আনতে যাচ্ছে গুগল।
চলতি বছরের গেমারদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুগল প্লে গেমসের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্টনেল এ ঘোষণা দেন। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে প্লে গেমস আত্মপ্রকাশ করবে। এর আগে অ্যামাজনও তার অ্যাপ স্টোরকে উইন্ডোজ ১১ সংস্করণে নিয়ে এসেছে।