বিয়ে হোক যেমন তেমন, ছবি হোক ভালো
শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। এমনিতেই মহামারিকালে বিধিনিষেধে অনেকেই বিয়ে করে ‘কাজ এগিয়ে রেখেছেন’। ওই সময় বিয়ে করেননি, এমন ব্যাচেলররা নাকি এই শীতের পর আর ‘সিঙ্গেল’ থাকবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাসে যুক্ত হবে ‘ম্যারিড’। আর ইদানীংকালের বিয়েতে কবুল বলে স্বাক্ষর করা যতটা গুরুত্বপূর্ণ, বিয়ের ছবিও ঠিক ততটাই। তাই ইদানীং বলা হয়ে থাকে, বিয়ে হোক যেমন তেমন, ছবি হওয়া চাই ভালো।
সেই ওয়েডিং ফটোশুটেরও আছে নানান রকমফের। ব্যাচেলর পার্টির ছবি, হলুদের ছবি, ব্রাইডাল শাওয়ার, প্রি ওয়েডিং ফটোশুট, ডেস্টিনেশন ফটোশুট, বউভাতের ছবিসহ আরও নানান ব্যাপারস্যাপার ‘প্রধান অতিথি’ হয়ে ঢুকে পড়েছে বিয়ের আয়োজনের হাত ধরে। বিয়েতে এখন বর–বউ এমন ভঙ্গিমায় ছবি তুলতে চান, যেটা আগে কেউ কখনো দেখেনি। নতুন আঙ্গিকে নিজেদের বিয়েকে দেখাতে চান তাঁরা। দেখে নেওয়া যাক ওয়েডিং ফটোশুটের কিছু আইডিয়া।