‘তিনি কি আমাকে স্বপ্নে দেখে উদ্বুদ্ধ হয়ে অর্ডার দিয়েছেন’
আমি ইভ্যালিতে যুক্ত হয়েছি গত ৫ জুন। যিনি মামলা করেছেন, তিনি উল্লেখ করেছেন, তিনি পণ্য কিনেছেন মে মাসের শুরুতে। তিনি কি আমাকে স্বপ্নে দেখে উদ্বুদ্ধ হয়ে অর্ডার দিয়ে দিয়েছেন? তাঁর যে অভিযোগ, সেটাই তো ভিত্তিহীন। কারণ, আমি তখন ওখানে কাজই করতাম না। তিনি আমাকে দেখে কোনোভাবেই উদ্বুদ্ধ হয়ে আসতে পারেন না। দ্বিতীয়ত, আমি ইভ্যালিতে যোগ দেওয়ার পরও কোনোভাবে প্রকাশ্যে এই কোম্পানিকে প্রোমোট করিনি। আমি যুক্ত হওয়ার সময়ই বলেছিলাম, তাদের পণ্য প্রোমোট করতে পারব না। কারণ, পণ্যের প্রোমোশন করে আমি অনেক টাকা পাই। যেমন ইভ্যালি প্রোমোশন করার কথা তাহসান ভাই ও মিথিলা আপুর—তাঁরা এসবের জন্য টাকা পান।
তো আমাকে এসব পণ্যের প্রোমোশন করার জন্য টাকা না দিলে কেন করব? তখন তারা আমার শর্তে রাজি হয়। তাই আমি জয়েন করার পরও কিছুই করিনি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যখন যমুনা ব্যাংক এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল। পোস্টটা শুধু আমি একা নই, বাংলাদেশের মনে হয় আট কোটি মানুষ শেয়ার করেছিল সেদিন।